চিকিৎসায় সফলতা

 

kidney transplant patient

বাংলাদেশে কিডনী ট্রান্সপ্লান্টকৃত রোগীর সুস্থ্য জীবন যাপন

সিরাজগঞ্জ জেলার অধিবাসী মো আশিক রানা (বয়স ১৯ বছর ) ১ বছর পূর্বে কিডনী বিকল রোগে আক্রান্ত হন। তার দাদির (বয়স ৬২ বছর) দান করা একটি কিডনী অধ্যাপক ডাঃ মোঃ কামরুল ইসলাম তার শরীরে প্রতিস্থাপন করেন ৮ মে ২০২২ সালে। পরবর্তী সময়ে তিনি এবং উনার দাদি সুম্পূর্ন সুস্থ ও স্বাভাবিকভাবে জীবন যাপন করে আসছেন। তার প্রতিস্থাপিত কিডনী পূর্ণ সবল আছে। আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করছি।

kidney transplant patient

বাংলাদেশে কিডনী ট্রান্সপ্লান্টকৃত মায়ের সুস্থ্য সন্তান প্রসব

চাঁদপুর জেলার অধিবাসী মিসেস শিউলি আক্তার (KT:393) ৪ বছর ১০ মাস পূর্বে কিডনি বিকল রোগে আক্রান্ত হন। তার আপন ভাইয়ের দান করা একটি কিডনি অধ্যাপক অধ্যাপক ডাঃ মোঃ কামরুল ইসলাম তার শরীরে প্রতিস্থাপন করেন ১৪/০৪/২০১৭ সালে। পরবর্তী সময়ে তিনি সম্পূর্ণ সুস্থ্য ও স্বাভাবিক ভাবে স্বামীর সাথে জীবন যাপন করে আসছেন। কিডনি প্রতিস্থাপন করার ৪ বছর পর তিনি অন্তঃসত্ত্বা হন এবং একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তানের জন্ম দেন। তার প্রতিস্থাপিত কিডনি পূর্ণ সবল আছে ( S Creatinine 132 micro mole/ L) এবং তার সন্তান সম্পূর্ণ সুস্থ্য আছে । আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করছি।

বাংলাদেশে কিডনী ট্রান্সপ্লান্টকৃত রোগীর সুস্থ্য সন্তান প্রসব

চুয়াডাঙ্গা জেলার অধিবাসী মিসেস সুমি আক্তার ৮ বছর পূর্বে কিডনী বিকল রোগে আক্রান্ত হন। তার মায়ের দান করা একটি কিডনী অধ্যাপক ডাঃ মোঃ কামরুল ইসলাম তার শরীরে প্রতিস্থাপন করেন ২০১১ সালে। পরবর্তী সময়ে তিনি সুম্পূর্ন সুস্থ ও স্বাভাবিকভাবে জীবন যাপন করে আসছেন। গত বছর তিনি অন্তঃসত্ত্বা হন এবং গত ১১ অগাস্ট ২০১৮, Center for Kidney Diseases and Urological Hospital -এ একটি ফুটফুটে সুন্দর কন্যা সন্তানের জন্ম দেন। অধ্যাপক ডাঃ রোকসানা আইভি তার সিজার অপারেশন করেন। মা ও সন্তান উভয়েই সুস্থ্য আছেন। মায়ের প্রতিস্থাপিত কিডনীরও কোন ক্ষতি হয় নাই। ১০-০৭-১৯ সে ও তার সন্তান সহ আমাদের হাসপাতালে Follow-up এ আসে। তার প্রতিস্থাপিত কিডনী পূর্ণ সবল আছে (S Creatinine 123 micro mole/L)এবং তার সন্তান সম্পূর্ন সুস্থ্য আছে। আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করছি।

দুই বছরের শিশুর কিডনি থেকে পাথর অপসারণ

অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম (FRCS, MS, FCPS ) ও CKDU হাসপতালের ডেস্ক থেকেঃ ২ বছরের বাচ্চা রুপাইয়া আমাদের কাছে বাম কিডনীতে পাথর (2 cm size) নিয়ে আসে। আমরা ০৩/০৩/১৯ তারিখে ছোট ফুটো করে পাথর অপসারন করি। ০৬/০৩/১৯ ছুটি দেয়া হয় । বর্তমানে রুগী সুস্থ আছে।

সিকেডিইউ হসপিটালে সফলভাবে কিডনী প্রতিস্থাপন সম্পন্ন

০৭ মার্চ ২০১৯, সুমাইয়া সুলতানা , বয়স ২৮ বছর সিকেডিইউ হসপিটালে সফলভাবে কিডনী প্রতিস্থাপন করেন। এখন তার এস ক্রিয়েটিনাইন ৮৮ মাইক্রো মল/লি.। সে সিকেডিইউ হসপিটালে কিডনী প্রতিস্থাপনের ৬২৬তম রোগী।