সাধারণ প্রশ্নসমূহ

এই হাসপাতালে যে সব কিডনী রোগের চিকিৎসা করা হয়:

কিডনী প্রতিস্থাপন:  যে সব রোগীর কিডনী সম্পূর্ণ অকেজো হয়ে গেছে অর্থাৎ 5 stage ,সে সব রোগীদের কিডনী প্রতিস্থাপন করা প্রয়োজন৷ কিডনী প্রতিস্থাপন একটি জটিল অপারেশন যা এই হাসপাতালে করা হয়৷ অপারেশনের ১২-১৪ দিনের মধ্যে রোগী বাসায় যেতে পারে৷ কিডনী প্রতিস্থাপনের মাধ্যমে কিডনী অকেজো রোগীরা স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারে৷ এতে রোগীদের আর ডায়ালাইসিসের প্রয়োজন হয় না৷ গত ৭ বছরে ১০০০ টি কিডনী প্রতিস্থপন করা হয়েছে৷ যার সফলতা ৯৬ %৷
পাথর (PCNL): এই হাসপাতারে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ফুটো করে কিডনীর পাথর বের করা হয়৷ এতে সম্পূর্ণ পাথর বের আনা হয়৷ যা এই হাসপতালে করা হয়৷ এখন রোগীদের কেটে আর পাথর বের করতে হয় না৷ কি কি কারণে এবং শরীরের কোন পদার্থ খেকে পাথর হয় Stone analysis এর মাধ্যমে নির্নয় করা হয়৷ অর্থাত্ আবার যাহাতে পাথর না হয় তার প্রতিরোধ করা যায়৷ গত ৬ বছরে এই হাসপাতালে প্রায় ১০০০০ রোগী অপারেশন করা হয়েছে৷ যার সফলতা ৯৯%৷
ESWL না কেটে কিডনীর পাথর ক্রাশ (গুড়া) করা হয়৷ যা পরে প্রসাবের মাধ্যমে বের হয়৷ যা গত ১ বছরে প্রায় ১০০০ রোগী ক্রাশ হয়েছে৷ এতে হাসপাতালে থাকার প্রয়োজন পড়ে না৷ দুই থেকে তিন ঘন্টার মধ্যে রোগী চলে যেতে পারে৷ যার সফলতা ৯৫%৷
URS and ICPL কিডনীর নালীতে পাথর হলে তা মেশিনের মাধ্যমে বের করা হয় ৷ এ্ই অপারেশনের ক্ষেত্রে রোগীকে হাসপতালে থাকার দরকার হয় না৷ দুপুরে করলে সন্ধায় চলে যেতে পারে৷ এর সংখা হবে শতাধিক৷ এর সফলতা ৯৯%৷
Cysolitholapexy: : মুত্রথলিতে পাথর হলে তা অপারেশনের মাধ্যমে সম্পুর্ন পাথর করা হয়৷ এ ক্ষেত্রে কোন প্রকার কাটার প্রয়োজন হয় না৷ এই ক্ষেত্রে রোগীকে ৬-৭ ঘন্টা পর বাসায় চলে যেতে পারে৷ যার সফলতা ১০০%৷
TURP: উহা পুরুষ যৌনাঙ্গ ও মূত্র থলির মাঝে অবস্থিত এবং প্রসাব বের হবার রাস্তার চারপাশ জুরে অবস্থান করে৷ যদি কোন কারণে প্রষ্টেট গ্রন্থি বড় হয়ে যায় তবে উহা প্রসাবের রাস্তার সুরু করে ফেলে এবং প্রসাব হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে ৷ এ ক্ষেত্রে রোগীর প্রসাব অল্প অল্প হয়৷ অনেক সময় প্রসাব বন্ধ হয়ে যায়৷ সে ক্ষেত্রে ক্যাথেটার দিয়ে প্রসাব করতে হয়৷ এই অপারেশনের মাধ্যমে রোগী আগের মত স্বাভাবিক প্রসাব করতে পারে৷ যা এই হাসপাতালে করা হয়৷ গত ১ বছরে প্রায় শতাধিক হয়েছে৷
মুত্রথলিতে ক্যান্সার ক্যান্সার (TURBT): যে সব রোগীদের প্রসাব করা সময় চাকা চাকা রক্ত বের হয়৷ অথর্্যাত্ প্রসাব থলিতে অস্বাভাবি কিছু থাকে, অথবা রক্ত বের হতে থাকে, সেসব রোগীদের কোন রকম কাটা ছাড়াই মুত্রথলির ক্যান্সার অপসারন করা হয়৷ ফলো আপের মাধ্যমে সম্পূর্নভাবে ভাল থাকে৷ যা গত ১ বছরে শতাধিক হয়েছে৷
Radical cystectomy and urinary diversion: যাদের সম্পুর্ণ প্রসাবের থলিতে ক্যান্সার: যাদের সম্পূন প্রসাবের থলিতে ক্যান্সার হয়, সে সব রোগীদের প্রসাবের থলি ফেলে দিয়ে বাইপাস সার্জারী করা হয়৷ এতে রোগী স্বাভাবিকভাবে চলাফেরা এবং জীবন যাপন করতে পারে৷ যা এই হাসপাতালে করা হয়৷
Pyeloplasty:যাদের কিডনীর নালীতে জন্মগতভাবে বাধা থাকে, এতে রোগীর বাধাগ্রস্ত কিডনী ধীরে ধীরে কায়কারিতা হারিয়ে ফেলে এবং যদি দীর্ঘদিনধরে চরতে থাকে তাহলে কিডনী সম্পুর্ন অকেজো হয়ে যেতে পারে৷ সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমে কিডনীর বাধা মুক্ত করে দেওয়া হয়৷ এতে কিডনীর কার্যকারিতা চলতে থাকে৷ রোগীর আর কোন ব্যাথা থাকে না৷ যা এই হাসপাতালে করা হয়৷
OIU:যে সব রোগীদের প্রসাবের রাস্তা চিনক হয়ে গেছি তার লক্ষণগুলো হলো: প্রসাব করতে সময় বেশ সময় লাগে, খুব সুরু আকারে প্রসাব হয়, পরিপূর্ন প্রসাব হয় না৷ তাদের ঙওট এর মাধ্যমে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে অপারেশন করা হয়৷ যা এই হাসপাতালে করা হয়৷ রোগীকে মাত্র এক দিন হাসপাতালে থাকতে হয়৷ এতে রোগী স্বাভাবিক ভাবে প্রসাব করতে পারে৷ এক্ষেত্রে একটি চিকুন টিউব দেয়ে প্রসাবের রাস্তায় ব্যায়াম করতে হয়৷ যাহাতে প্রসাবের রাস্তা সুরু হয়ে না যা৷ গত এক বছরে শতাধিক অপারেশন হয়েছে৷ যার সফলতা ৯৯%৷
BMG:যে সব রোগীদের প্রসাবের রাস্তা সুরু হয়ে গেছি, তার লক্ষণগুলো হলো: প্রসাব করতে সময় বেশ সময় লাগে, খুব সুরু আকারে প্রসাব হয়, পরিপূর্ন প্রসাব হয় না৷ সব সময় প্রসাব তল পেটে জমা হয়ে থাকে৷ এই সব রোগীদের সুরু স্থানে চামড়ার একটি পদর্া স্থায়ীভাবে লাগানো হয়৷ এর ফলে রোগী স্বাভাবিক ভাবে প্রসাব করতে পারে৷ এতে রোগীদের কোন প্রকার টিউব ব্যবহার করতে হয় না৷ যা এই হাসপাতালে অপারেশন করা হয়৷ সললতা হার ৯৫%৷
শিশুদের(Hypospediasis):যে সব শিশুদের জন্মগত ভাবে লিঙ্গের মাথায় নিচে আরেকটা ছিদ্র থাকে থাকে ৷ সে সব রোগীদের এই হাসপাতালে অপারেশন করা হয়৷ এতে রোগীর আর আগের মত প্রসাব হয় না৷ রোগী লিঙ্গের সম্মুখ দিক দিয়ে প্রসাব করতে পারে৷
মুত্রনালী ছিড়ে যাওয়া (Anastomotic Urethroplasty): যে সব রোগীদের কোন দুর্ঘটনায় মুত্রনালী ছিড়ে যায়, তাদেরকে নিচ পেটে ফুটো করে পাইপ দিয়ে সাময়িকভাবে প্রসাব করানো হয়৷ সে সব রোগীদে অপারেশনের মাধ্যমে মুত্রনালী সংযোগ স্থাপন করা হয়৷ এতে রোগী স্বাভাবিকভাবে আগের মত প্রসাব করতে পারে৷ যা অত্র হাসপাতালে করা হয়৷
প্রসাব ঝরা (VVF):যে সব মহিলাদের হিস্ট্রেকট্রমি অপারেশনের কারনে হাচি, কাশি, নামাজ পড়ার সময়, কোমর বাকা করে কোন কিছু নিচ থেকে তোলার সময় প্রসাব ঝরে, সেই সব রোগীদের এই অপারেশনের মাধ্যমে তার সমাধান করা হয়৷ যা এই হাসপাতালে করা হয়৷ সফলতার হার ১০০%৷
Kidney Biopsy:বড় নীডলের মাধ্যমে কিডনি থেকে টিসু নিয়ে পরীক্ষা করার মাধ্যমে কিডনীর সঠিক রোগ নির্নয় করা যায়৷ এটা খুব অভিজ্ঞ ডাক্তার দিয়ে করতে হয়৷ যা আমাদের হাসপাতালে করা হয়৷
ক্যাথেটার: যে সব অকেজো রোগীদের হঠাত্ করে ডায়ালাইসিস প্রয়োজন হয়৷ সে সব রোগীদের গলায় ক্যাথেটার স্থাপন করা হয়৷ ক্যাথেটার দিয়ে রোগী ডায়ালাইসিস নিতে পারে যা এই হাসপাতালে করা হয়৷ এই রোগীকে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না৷ ক্যাথেটার করার পর রোগী চলে যেতে পারে৷
ফিস্টুলা (Fistula AVF): কিডনী অকেজো রোগীদের হাতে ফিস্টুলা করার প্রয়োজন হয়৷ কারন এর মাধ্যমে রোগী খুব সহজে ডায়ালাইসিস নিতে পারে৷ ফিস্টুলার মাধ্যমে রোগী ডায়ালাইসিস নিলে রোগীর কোন প্রকার অসুবিধা হয় না৷ এতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না৷ ফিস্টুলা মাধ্যমে ডায়ালাইসিস করলে সহজে রক্ত প্রবাহিত হয় এবং রক্ত জমাট হয় না৷ যা এই হাসপাতালে করা হয়৷
ডায়ালাইসিস (Dialysis): যাদের দুটো কিডনী সম্পুর্ণ অকেজো হয়ে গেছে, তাদের লক্ষণসমূহ হলো: শাস কস্ট, পেটে পানি, হাত পা ফোলা, বমি হওয়া৷ এই সব রোগীদের জন্য ডায়ালাইসিস অথবা কিডনী প্রতিস্থপান করতে হয় যা এই হাসপাতালে করা হয়৷ ডায়ালাইসিসের মাধ্যমে কিডনী অকেজো রোগীদের কিডনীর ময়লা, লবন এবং অতিরিক্ত পানি বের করা হয়৷ এতে রোগীর রক্তকে স্বাভাবিক করে দেয়৷
CAPD: যে সব রোগীরা ঈঅচউ করার মাধ্যমে বাসায় বসে নিজে নিজে ডায়ালাইসিস করতে ইচ্ছুক সে ধরনের অপারেশনের ব্যবস্থা এই হাসপাতালে করা হয়৷ এই অপারেশনের মাধ্যমে রোগী স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারে৷
উপরোক্তগুলো ছাড়াও বাকী কিডনী এবং ইউরোলজী অন্যান্য অপারেশন করা হয়৷